১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘যারা ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের নেতাগিরি না করে ভিক্ষা করা উচিত’

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘যারা গরীবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরীব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি সবাইকে বাসায় নিরাপদে থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ‘আমাদের উৎপাদিত যে ফসল এটি ভালোভাবে সবার ঘরে উঠুক। নিরাপদ দূরত্বে থেকে আমরা যেন আমাদের কৃষি কাজগুলো করতে পারি। আর কৃষিকাজ না করলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে, সেটি যেন কখনোই না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখছি, সবাই নিরাপদ দূরত্ব রেখে মুখে মাস্ক ব্যবহার করে কাজ করবেন। কৃষকদের মাস্ক ব্যবহারের অনুরোধ জানাই, এটি না থাকলে তাদের কাছে যে গামছা থাকে সেটি ব্যবহার করে কৃষি কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় এবারে ধানের বাম্পার ফলন হবে। আগামী কিছুদিনের মধ্যে এই সোনালী ফসল ঘরে উঠাতে পারবো। এতে করে মানুষের যে খাদ্যের সংকট সেটিও কমে আসবে।‘

এসময় তিনি আরও বলেন, ‘আমার অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত সবজির দাম পাচ্ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে এসব সবজি ক্রয় করে নির্বাচনি এলাকায় সরবরাহ করার চেষ্টা করছে। সেই সঙ্গে সরকারের পাশাপাশি এই রমজান মাসে নিজ নিজ এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

সূত্র- বাংলাট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।