১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

যৌতুকের অভিশাপে সমাজ দিন দিন অধপতিত হচ্ছে

shomoy
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার বলেছেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা পৃথিবীর অন্য কোন ধর্মে দেয়া হয় নি। ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি যৌতুক দাবী করাটাকে ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করে বলেন, যৌতুকের অভিশাপে সমাজ দিন দিন অধপতিত হচ্ছে। তিনি গত ২২ মার্চ রাতে সদরের ইসলামাবাদের খোদাইবাড়ী এ.জি. লুৎফুর কবির আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য ও ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সেক্রেটারী আলহাজ্ব মো. জসিম উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হক সওদাগর, ইসলামপুর চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি আহবায়ক শহিদুর রহমান শহিদ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, আলমাছিয়া মাদ্রাসার শিক্ষক মাও. আবদুচ ছালাম, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট আইনজীবী মো. আমিনুল হক, এমইউপি বশির আহম, শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আকবর, শাহনেওয়াজ শাহিন কোম্পানী, ডা. এহছানুল হক, সাংবাদিক রেজাউল করিম, মিজানুর রহমান আজাদ, এম. আবুহেনা সাগর, আশফাক উদ্দীন আরফাত, মোজাফ্ফর আহমদ সুমন, নুরুল হক, এবাদুল হক প্রমুখ। সকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাও. মোহাম্মদ ছৈয়দ। মাহফিল পরিচলানা করেন সহ-সুপার মাও. মো. আবদুর রহমান আজাদ। আরো ছিলেন মাও. জহির উল্লাহ, মাও. খাইরুল বশর। তাকরির করেন মাও. আবল ফজল ও মাও. শরিফুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।