২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রমজানে কারসাজি করে পণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

রমজানে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করলে বা কারসাজি করে পণ্যের দাম বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বর্তমানে দেশে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও রসুন চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। তাই রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক থাকবে। কিন্তু কেউ যদি কৃত্রিম সংকট কিংবা কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১২ মে) রাতে ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে যে পরিমাণ চিনি আমদানি করা হয়েছে তা চাহিদার তুলনায় অনেক বেশি। আন্তজার্তিক বাজারে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। সুতরাং আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়েও দেশের বাজারে চিনির দাম বাড়ানো যাবে না।’

এছাড়া রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বাজার তদারকি করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে। পদ্মা সেতু ছাড়াও ঢাকাতে মেট্রোরেল, চট্রগ্রামে কর্ণফুলী টানেল, কক্সবাজারে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সমুদ্রবন্দর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এসব উন্নয়নের কাজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত শেখ হাসিনাকে অনুসরণ করে রূপকল্প ঘোষণা করেছেন খালেদা জিয়া। তবে রূপকল্প ঘোষণা নয়; তারচেয়ে বরং ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া যেসব অপকর্ম করেছিলেন সেসবের জন্য তার ক্ষমা চাওয়া উচিত ছিল।’

ভোলা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মমিন টুলুর সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেনসহ অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।