২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

রাইজিংবিডির বর্ষাসেরা প্রতিবেদক তারেককে আরইউসির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডি ডটকম-এর বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরুস্কৃত হওয়ায় ওই পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তারেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি)। তিনি আরইউসির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার।

রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র (আরইউসি) সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, নির্বাহী সদস্য মুহিবুল্লাহ মুহিব, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, সদস্য সাইদুল ফরহাদ, এনএ সাগরসহ অনেকে।

সংগঠনের সভাপতি নজরুর ইসলাম বলেন, ‘বর্তমানে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা পিছিয়ে নেই। জাতীয় পর্যায়ের সাংবাদিকরা নির্দিষ্ট বিটে সাংবাদিকতা করলেও মফস্বলের সাংবাদিকরা সকল বিটের সংবাদ পরিবেশন করে থাকে। ফলে সংবাদের পেছনে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। সততা, নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমাদের সহকর্মীকে তার হাউজ সঠিক মূল্যায়ন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। রাইজিংবিডির মতো প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের প্রতিনিধিকে মূল্যায়ন করে সেই প্রত্যাশা রইলো।’

মূল ধারার সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ইউনিটির সকল সহকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।