২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

জঙ্গি সন্দেহে দুই ছেলেকে রাজধানীর কাফরুল থানায় সোপর্দ করেছেন এক বাবা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় সেখানে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

ডিএমপি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় হাজি আলমগীর হোসেন নামের এক ব্যক্তি তাঁর দুই ছেলেকে নিয়ে কাফরুল থানায় যান। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে বিস্তারিত খুলে বলেন। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে বিষয়টি জানান ওসিকে। খবর পেয়ে ওসি থানায় আসেন। আরো আসেন স্থানীয় সংসদ সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।

হাজি আলমগীর পুলিশ কর্মকর্তাদের বলেন, তাঁর দুই ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদকে (২২) মাদরাসায় দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের আচার-আচরণে পরিবর্তন দেখা যায়। এ নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ জাগে। পরে খোঁজখবর নিয়ে জঙ্গি সম্পৃক্ততা পাওয়ায় তাদের নিয়ে তিনি থানায় আসেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ বলেন, ‘দুই ছেলে উগ্র ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হয়েছে বলে তাদের বাবা মনে করছেন। তাই সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি। তাঁকে আমরা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। ’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।