১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

রামু ইকরা মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও দু’আ মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি;

বিশেষায়িত সিলেবাসের সমন্বয়ে শিশুদের মেধা বিকাশের এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রামু ইকরা মডেল একাডেমি। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি গুরুত্বের সাথে ইসলামি শিক্ষার পাঠও দেয়া হয়। ফলে ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সচেতন অভিভাবক ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের মনে জায়গা করে নেয় এ প্রতিষ্ঠান।
শনিবার (২৬ নভেম্বর)  সকাল ৯ টায় এ প্রতিষ্ঠানের  অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও দু’আ মাহফিল  অনুষ্ঠিত হয়।
একাডেমি পরিচলনা পরিষদের সভাপতি মোঃ মোহছেনুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, রাজারকুল  মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা’র সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল জলিল, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক ও রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, শিক্ষানুরাগী আলহাজ্ব আহমদ হোসাইন, সাহাব উদ্দিন এমইউপি, বোরহান উদ্দিন রাব্বানী এমইউপি , আলম শাইর আক্তার এমইউপি, মাষ্টার ফরিদুল আলম ছিদ্দিকী, মাওলানা শফি উল্লাহ শায়েক, মাওলানা আমিন উল্লাহ হেলালী, রামু প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ।
ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক নাঈম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক মাওলানা আব্দুল মান্নান। এতে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন,  মোঃ ফরিদুল আলম, মাওলানা দিদারুল আলম, রফিক উদ্দিন রফিক,  আবুল মনজুর,  মোঃ এহছানুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, হাফেজ মাওলানা আব্দুল করিম,  তৌহিদুল হাকিম জুয়েল, অলিউল্লাহ আরজু, মোঃ রমজান, নুরুল আজিম ভুট্টো, মিজানুর রহমান ও  একাডেমির সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের প্রশংসা করে বলেন, অতি অল্প সময়ে ইকরা মডেল একাডেমি মানসম্মত শিক্ষা ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে  সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধারা অব্যাহত থাকলে  ইসলামী শিক্ষার আলো সবখানে ছড়িয়ে পড়বে।
তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।