২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রামু ও ঈদগাঁও উপজেলার জনগণের সঙ্গে নজিবুল ইসলামের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি:

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে ঈদ উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি এবং সদর, রামু, ঈদগাঁও আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নজিবুল ইসলাম।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মোহাম্মদ নজিবুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সোহেল জাহান চৌধুরী, সাবেক সফল ছাত্রনেতা ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য আহমদ করিম সিকদার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফরিদ, ঈদগাঁও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক এম নুরুল হাকিম নুকী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি মনজুর আলম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম নুরুল হুদা, ইসলামপুর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দীন ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন মেম্বার, সেলিম উল্লাহ সিরাজী মেম্বার, যুবনেতা মনছুর আলম, নুরুল হক, ঈদগাও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিষাদ, সাবেক সাধারন সম্পাদক ইরফানুল করিম সহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্তরের শ্রেনী পেশা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ঈদ উল ফিতরে সম্প্রীতি, সহনশীলতা, সহাবস্থান ও পরমতসহিষ্ণুতা চর্চার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের পথচলা সুদৃঢ় হোক। ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক। প্রতিটি মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।