কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে তিনদিন ব্যাপী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে আগামী ২৮ অক্টোবর।
চিরায়ত বাংলার ঐতিহ্যবাহি এ নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঝাঁকজমক ও উৎসব মুখর করে তোলতে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এতোমধ্যে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কয়েকদফা প্রস্তুতি মুলক সভাও করেছে।
এদিকে বুধবার (২৬ অক্টোবর) ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐতিহ্যবাহি কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৬ এর সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে ও টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আবুল বশর মেম্বারের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ দিন ব্যাপী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধন করার সিন্ধান্ত গৃহিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনছুর, সাবেক চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর প্রমুখ।
এদিকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা- ২০১৬ এর সভাপতি, ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালনকালে পর পর দুই বার সফলতার সাথে নৌকা বাইচ প্রতিযোগীতা সম্পন্ন করেন এবং এবছর ও বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করছেন এবং টুর্ণামেন্টে ২৬টি দল অংশ নেবেন বলে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।