২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মাওলানা এবাদুল্লাহ রহ. এর দাফন সম্পন্ন : জানাযায় শোকার্ত মানুষের ঢল

Press Pic (16

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল উলুম চাকমারকুল এর পরিচালক, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস এর কক্সবাজার জেলা নির্বাহী সভাপতি, আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা এবাদুল্লাহ (রহ.) এর জানাযা সম্পন্ন হয়েছে। গতকাল ১৬জুন, মঙ্গলবার, সকাল ১০টায় মরহুমের সুদীর্ঘ ৩৩বছরের কর্মজীবনের স্মৃতি বিজড়িত জামিয়া দারুল উলুম, চাকমারকুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় ইমামতি করেন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমান এর সাহেবজাদা মাওলানা আরশাদ রহমানী। জানাযা শেষে মাদ্রাসার পার্শ্বস্থ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চট্টগ্রাম আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস এর মহাসচিব আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, ধাউনখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিম, লোহাগাড়া ওসমানাবাদ মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল ওয়াফা শামসী। বিপুল সংখ্যক শোকার্ত তৌহিদী জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এ নামাজে জানাযায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ ও মাসিক আল-হক সম্পাদক আল্লামা ফুরকানুল্লাহ খলিল, কক্সবাজার-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জামেয়া এমদাদিয়া পোকখালীর পরিচালক মাওলানা মোক্তার আহমদ, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শেখ সোলাইমান, মরহুমের শ্বশুড় ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আমানুল্লাহ সিকদার, খতীবে আজম রহ. এর সাহেবজাদা মাওলানা সোহাইব নোমানী, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসান, টেকনাফ জামেয়া’র মুহতামিম মাওলানা মুফতি কেফায়ত উল্লাহ শফিক, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ, কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল, সাবেক রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নুরুল আলম আল মামুন, হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম, পি.এম খালী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ বি.কম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, বিভিন্ন অঞ্চলের বরেণ্য আলেম ওলামা, মাদ্রাসার পরিচালকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার নামাজপূর্ব আয়োজনের পরিচালনায় ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহছেন শরীফ ও চাকমারকুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী বলেন, মাওলানা এবাদুল্লাহ সাহেব রহ. কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের জেলা নির্বাহী সভাপতি হিসেবে বিভিন্ন মাদ্রাসার উন্নতিকল্পে প্রশংসনীয় ভূমিকা পালন করে গেছেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে নিজ পরিচালনাধীন চাকমারকুল মাদ্রাসার উত্তরোত্তর উন্নতিতে যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তথাপি মানবসেবায়ও তাঁর অবদান অনস্বীকার্য। মাওলানা এবাদুল্লাহর ইন্তেকালে জেলাবাসী এতদাঞ্চলের একজন দ্বীনি রাহবার ও অভিভাবক আলেমকে হারালো। আমরা মহান আল্লাহর দরবারে দু’আ করি তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নছীব করেন।
কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।