২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রামু দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সভা ও মিলন মেলা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি;

রামুর দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একে আজাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট বিশ^বিদ্যালয়ের শিক্ষক সরওয়ার আলম চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক। দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- খোরশেদ আলম আনচারী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রবীন আইনজীবি এডভোকেট আলহাজ¦ আমির হোছাইন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিএ ফরিদুল আলম ফরিদ, প্রবীন শিক্ষক মকবুল হোছাইন, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মোকতার আহমদ বিশিষ্ট ব্যবসায়ি জাহেদুল ইসলাম, শিক্ষক এম আলী আকবর, এম আলা উদ্দিন রবিন, সালেম তানজিব প্রমিত, প্রধান শিক্ষক আমান উল্লাহ সহকারি শিক্ষক আবদুল জব্বার প্রমুখ।  অনুষ্ঠানে বক্তারা বলেন- দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদ ২০১৬ সাল হতে শিক্ষকদের ঐক্যের অরাজনৈতিক  সংগঠন।  এ সংগঠনের মাধ্যমে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একঝাাঁক শিক্ষক নিজেদের ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছে। শিক্ষকতা পেশার সাথে যারা জড়িত আছেন তাদের পেশাদারিত্বের সাথে কাজ করতে উদ্বুদ্ধ করছে। নৈতিকতার মাধ্যমে পেশাকে মূল্যায়ন করে সুশিক্ষিত জাতি গঠনে এ সংগঠনকে আরও গতিশীল করা হবে। এজন্য নতুন নতুন পরিকল্পনা প্রনয়নসহ নানাবিধ প্রদক্ষেপ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্রয়াত ৫জন শিক্ষককে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন-প্রফেসর মুফীদুল আলম, মাওলানা হাফেজ মোহাম্মদ জকরিয়া, আবদুল আদুদ, মোঃ আকতার কামাল এবং মাওলানা জহির উদ্দিন মাসুদ চৌধুরী। এদের পরিবারের কাছে মনোরত্তর সন্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শিক্ষক মোহাম্মদ হোবাইব। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি শিক্ষক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।