২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রামু বিশ্ববিদ্যালয় কলেজে ১ম বর্ষ অনার্স কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস উদ্ভোধন

ramu pic 25
রামু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রামু বিশ্বাবদ্যালয় কলেজে অনার্স ১ম বর্ষের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস উদ্ভোধন হয়েছে। গতকাল ২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক কিশোর পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ মো.আব্দুল হক (ভারপ্রাপ্ত) বক্তব্যে বলেন, শিক্ষক হচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য পথ প্রদর্শক। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছর ভাল ফলাফল অর্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও ভাল করার জন্য ছাত্র-ছাত্রীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ হওয়ার আহবান জানান। তিনি কলেজের গভণিং বড়ির সভাপতি কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও গভণিং বড়ির সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় অনার্সের নতুন ভবন ও সার্বিক উন্নয়নের অবদানের কৃতজ্ঞতা জানান। বিশেষ অতিথি ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য তরুণ বড়–য়া, ব্যবস্থাপনা বিভাগের সহ-অধ্যাপক আবু তাহের, সহ-অধ্যাপক পরিমল ক্লান্তি পাল, সহ-অধ্যাপক নিজামুল হক, ইসলামের ইতিহাস বিভাগের সহ-অধ্যাপক আবু তাহের। উদ্ভোধনী বক্তব্য রাখেন, সহ-অধ্যাপক আ.ম.মো. জহির। কলেজের প্রদর্শক মানসী বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক মো. হোছাইন, ইংরেজী বিভাগের অধ্যাপক মনির আহমদ, প্রভাষক সোলতানা রাজিয়া, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক জেসমিন ইসলাম, প্রভাষক হুমাইরা বেগম, প্রভাষক মো.আলমগীর, সেমিনার সহকারী জেসমিন নূরী, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়–য়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়–য়া, ববিতা বড়–য়া, নরেশ বড়–য়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়–য়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অধ্যাপক মাহমুদুল হাসান তওহীদ, প্রভাষক বেলাল উদ্দিন, প্রভাষক মো.ফিরোজ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।