২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামু সমিতির সভা অনুষ্ঠিত

News-Picture.

ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির তীর্থভুমি রামুর ইতিহাস ঐতিহ্যকে লালন ও সংরক্ষণের পাশাপাশি রামুবাসির অর্থনৈতিকও সাংস্কৃতিক জীবন-ধারা সমুন্নত রাখার জন্য রামু সমিতি প্রশংসনীয় অবদান রাখছে এবং সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সু-সম্পর্ক গড়ে যেকোন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল সংগঠনে পরিণত করাই হবে সমিতির মূল লক্ষ। গত ১৭ এপ্রিল শহরের একটি অভিজাত হোটেলে রামু সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা একথা বলেন। সভায় স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোছাইনুল ইসলাম মাতব্র। সভায় বক্তব্য রাখেন, এড. শাহজাহান, এড. নুরুল হক, ডাঃ আবদুর নুর বুলবুল, উপাধ্যক্ষ ছলিমুর রহমান, মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক দেলোয়ার চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজুল্লাহ মোঃ হাসান, এড. রমিজ আহম্মদ, এড. এস্তাফিজুর রহমান, রশীদ নগর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল করিম, সাইফুল ইসলাম কলিম, গিয়াসউদ্দিন কোম্পানি, এড. নুরুল মোর্শেদ আমিন, ব্যাংক কর্মকর্তা ছালাহউদ্দিন, সাহেদুজ্জামান বাহাদুর, অধ্যাপক শহিদুল ইসলাম, এড. সিরাজ উদ্দিন, অধ্যাপক নুরুল আজিম, নুরুল হক কোম্পানি প্রমুখ। সভায় সমিতির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব গুলো সভায় গঠনতন্ত্রে অনুমোদন করা হয়। এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী রামু সমিতির সদস্য এড নুরুল মোর্শেদ আমিন এড. এস্তাফিজুর রহমান, এড. রমিজ আমহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কার্যকরি সদস্য ও কক্সবাজার সরকররী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিনের লেখা “ছড়ায় ছড়ায় স্বপ্ন কথা” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।