নিজস্ব প্রতিবেদক, রামু:
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল।
গতকাল সোমবার (১৯ জুন) বিকাল ৪টায় রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল ৩-০ গোলে ঈদগড় ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলের শাহরিয়ার মো. মোরশেদ। একই দলে রায়াত হোসেন মান্না সেরা গোলদাতা ও জসিম উদ্দীন সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছে।
প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তোলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নির্ধারিত সময়ের প্রথমার্ধের ২৪ মিনিটে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলের শাহরিয়ার মো. মোরশেদ (১০নং জার্সি) গোল করে দলকে ১-০ গোলে জয়ের সূচনা করে। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলের বদলি খেলোয়াড় জিহাদি (১৭নং জার্সি) গোল করে, দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নেয়। ৫৬ মিনিটে ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দলের সামি (১১ নং) গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে দলের বিজয় নিশ্চিত করে।
পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আখিনূর জামান (রুশো), উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া প্রমুখ।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া প্রমুখ।
খেলা পরিচালনায় পলাশ দে রেফারি, মিল্টন দত্ত, মোহাম্মদ ইসহাক সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। ধারাভাষ্যে ছিলেন, ওমর ফারুক মাসুম।
রামু উপজেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক পরিচালনায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা পর্যায়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামু উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাণনা স্মারক প্রদান করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।