২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রামুতে ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী আটক

MMMMM

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রীবাহি একটি চেয়ার কোচে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। ২৭ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান এলাকায় এ অভিযান চলে।
প্রত্যক্ষদার্শী সুত্রে জানা গেছে, সোমবার সোয়া ৪টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তিশা সার্ভিস নামের একটি যাত্রী ছাড়েন। পৌণে ৫টার দিকে ওই তিশা চেয়ারকোচটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চা-বাগান নাইক্ষ্যংছড়ি রাস্তায় মাথা এলাকায় পৌছলে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নুর হোছনেরর নেতৃত্বে একটি টীম বাসটি গতিরোধ করে তল্লাশী চালান। এসময় বাসের সব যাত্রীদের দেহ তল্লাশী কালে এক নারীর ব্যবহৃত ভ্যানেটি ব্যাগে রাখা স্নোর কৌটার ভিতর থেকে বিপুল ইয়াবা উদ্ধার করেন।
ওই বাসে থাকা কয়েকজন যাত্রী জানান, এসময় আরও ২ যুবককেও ইয়াবা সহ আটক করা হয়। তারা ধারণা করেন উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৩০ থেকে ৪০ হাজার পিচ হবে।
এব্যাপারে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়া আবুল হোছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রামু চা-বাগান এলাকা হতে আটক হওয়ার নারীর কাছ থেকে ৬’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটককৃত নারীর পুরো পরিচয় তিনি পরে জানাবেন বলে জানান। এছাড়া আরও ২ যুবক আটকের ঘটনাটিও তিনি অস্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।