১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামুতে ধান ক্ষেতে মিলল পোল্ট্রি কর্মচারীর লাশ, পরিবারের দাবি পিটিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং  এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ জুয়েল (১৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে রামু থানা পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
নিহত জুয়েলের আত্নীয় লিয়াকত আলী দাবি করেন, জুয়েল বড়ডেপা এলাকায় মো. রশিদের মালিকানাধীন শিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী। ওই খামারে বকেয়া টাকা চাওয়ায় জুয়েলকে মারধর করা হয়। এতে জুয়েলের মৃত্যু হলে মৃতদের খামারের পাশে ফেলে দেয়। এখন ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
স্থানীয় মেম্বার নছরুল্লাহ রায়হান বলেন, জুমার নামাজের সময় তার ফোনে কল করেন শিকদার পোল্ট্রি ফার্মের মালিক রশিদের বাবা সিকান্দার। তিনি বলেন, তার পোল্ট্রি ফার্মের পাশে একটি লাশ পড়ে রয়েছে। নামাজ শেষে স্থানীয় লোকজন সহ ঘটনাস্থলে গেলে লাশটি জুয়েলেন বলে শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মেম্বার রায়হান আরও বলেন, জুয়েলের গলায় বিদ্যুতিক ‘শক’ দাগ রয়েছে।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার হোসাইন জানিয়েছেন-  ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ সম্পন্ন করেছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নারীসহ তিনজনকে  পুলিশের হেফাজতে এনেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।