নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদের বাঁকখালী কনফারেন্স হলরুমে আয়োজিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আই ডাবলিউ আর প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভায় এ তথ্য জানানো হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি।
সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আওতায় আই ডাবলিউ আর প্রকল্প ২০২৩ সালের ৩১ মার্চ কার্যক্রম শুরু করে। প্রকল্পের আওতায় গত ১ বছরে ৪ টি ইউনিয়নের ৩০ টি গ্রামে মোট ৪৮ টি পানির উৎস ( ডিপ টিউবয়েল-২১ টি শ্যালো টিউবয়েল-২০ টি ও ডিপ টিউবয়েল উইথ সাব মার্সেবল পাম্প-৬ টি) স্থাপন করা হয়। যেখানে সরাসরি ৮৪৭ টি পরিবারের ৪০৫১ জন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। এছারা ১৬ টি কমিউনিটি টয়লেট স্থাপনের মাধ্যমে ১৪৮ টি পরিবারের ৭১৬ জন লোক উন্নত স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন।
২০ টি হাই স্কুল ও মাদ্রাসায় ওয়াস কার্যক্রম বাস্থবায়ন করছেন। এই ১ বছরে ৪ টি ওয়াস ব্লক, ২ টি লেট্রিন রিনোভেসন, ৪ টি হ্যান্ড ওয়াসিং ষ্টেশন স্থাপন, ২ টি ডিপটিউবয়েল স্থাপন করা হয়। যেখানে মোট ১১ টি প্রতিষ্টানের ৫২৩৯ জন ছাত্র-ছাত্রী সরাসরি নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন। গত ১ বছরে স্বাস্থবিধি ও আচরনের উন্নয়নের জন্য স্বাস্থ্য সম্পকিত জন সচেতনতামূলক সেশন, পোষ্টার লিফলেট বিতরণ, দিবস উৎযাপন, বিভিন্ন স্টেকহোল্ডারদের সহিত এডভোকেসি মিটিং ইত্যাদি করা হয়। যেখানে গত এক বছরে সর্বমোট ৪৪ হাজার ৯২১ জন মানুষ প্রত্যক্ষভাবে এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে।
সভায় বিশেষ অতিথ ছিলেন ডিপিএইচই এর সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর (জাপান) মিছিকো ও প্রজেক্ট ম্যানেজার ইউজিন লী।
এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর প্রতিনিধি, ধর্মীয় নেতা, ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।