২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

রামুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল জয়ী

নিজস্ব প্রতিবেদক, রামু 
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এ টূর্ণামেন্ট উদ্বোধন করেন। রামু উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও প্রণয় চাকমা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খুনিয়াপালং ইউনিয়ন ফুটবল দল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল ও রাজারকুল ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে।
সকালে রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোসাইন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও নুরুল ইসলাম সেলিম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।
বৃহস্পতিবার সকালে রামুতে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে খুনিয়াপালং ইউনিয়ন ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলে রশিদনগর ইউনিয়ন ফুটবল দলকে এবং দ্বিতীয় ম্যাচের নির্ধারিত সময়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল বনাম চাকমার কুল ইউনিয়ন ফুটবল দলের খেলাটি ২-২ গোলে ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল ৬-৫ গোলে চাকমার কুল ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। বিকালে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে রাজারকুল ইউনিয়ন ফুটবল দল ২-০ গোলে কচ্ছপিয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।