২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রামুর অরন্যঘেরা পাহাড়ে সন্ত্রাসী আস্তানার সন্ধানে যৌথ বাহিনীর অভিযান


কক্সবাজারের রামুর অরণ্যঘেরা পাহাড়ে সন্ত্রাসী আস্তানার সন্ধানে বিশেষ অভিযান আরম্ভ করেছে যৌথ বাহিনী। বুধবার (১৭মে) উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা, কচ্ছপিয়ার গিলাতলী ও ঈদগড় ইউনিয়নের ব্যাঙডেপা এলাকায় পৃথকভাবে অভিযান চালায় র‌্যাব এবং পুলিশের বিশেষ টিম। অভিযানে গিলাতলী এলাকা থেকে গিয়াস উদ্দিন নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন-আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়।
অভিযানে অংশ নেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের পরিচালক মেজর মো.রুহুল আমিন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, গোলাম মো.রুহুল কুদ্দুস, ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুজ্জামান, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাজি আরিফ উদ্দিন প্রমূখ কর্মকর্তাগণ।
অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের বরাত দিয়ে অভিযানে অংশ গ্রহনকারি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। রামুর পাহাড়ে কোন সন্ত্রাসী আস্তানা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযান চলাকালে সন্ত্রাসীদের বাড়িতে রেইট দেওয়া হচ্ছে। কিন্তু সন্ত্রাসীদের বাড়িতে পাওয়া যাচ্ছে না। গিলাতলী এলাকা থেকে গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন নাইক্ষ্যংছড়ি থানার একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।