২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

রাস্তায় মোবাইলে কথা বললে জরিমানা দিতে হবে মেয়েদের!

এই একুশ শতকেও বিভিন্ন দেশে এমন অদ্ভুত সব মধ্যযুগীয় আইন চালু হয়েছে এবং হচ্ছে। এই ঘটনাটি পার্শ্ববর্তী দেশ ভারতের। এখনকার যুগে যেকোনো বয়সী নারী-পুরুষের হাতেই মোবাইল ফোন শোভা পাচ্ছে। এটি কেবল ফ্যাশন নয়; অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু ক্ষমতাসীন বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশে মেয়েদের ফোন ব্যবহার করতে দেখা গেলে করা হবে জরিমানা!

সম্প্রতি এমন নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে মথুরার মাদোরা গ্রামের পঞ্চায়েত। এর পাশাপাশি গরু চুরি, গো-হত্যা কেউ করলেই তাকেও বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে। এই সিদ্ধান্তগুলি নিয়েছেন ওই গ্রামের প্রাক্তন প্রধান মহম্মদ গফ্ফর। তার আশা, গো-হত্যা বন্ধ করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, তাতে পাশে থাকবে মুসলিম সম্প্রদায়। এখানেই শেষ নয় মদ বিক্রি করলেও দিতে হবে জরিমানা বলে ফরমান দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মথুরার মাদোরা গ্রামে পঞ্চায়েত বুধবারই এমন ফতোয়া দিয়েছে। যেখানে বলা হয়েছে, কোনও নারীকে বিশেষত অল্পবয়সী মেয়েদের যদি রাস্তায় ফোনে কথা বলতে বলতে যেতে দেখা যায়, তাহলে তাকে ২১ হাজার টাকা জরিমানা দিতে হবে। নারীদের উপর হয়ে চলা অপরাধ কমাতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, গ্রামে গো-হত্যা এবং গরু চুরি রুখতেও নয়া নিয়ম চালু করার কথা জানিয়েছে মাদোরার গ্রাম পঞ্চায়েত। এদিনের নির্দেশ অনুযায়ী, কেউ যদি গো-হত্যা বা গরু চুরির মতো অপরাধ করলে তাকে দু’লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এর পাশাপাশি কেউ যদি মদ বিক্রি করে তাহলে তাকে ১.১১ লক্ষ টাকা জরিমানা করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।