১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রোনালদোর জোড়া গোলে শিরোপার কাছাকাছি রিয়াল

এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে ধাওয়া করছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আর সেই ব্যবধানটা থাকল না। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।

লিগের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ড্র করলেই লা লিগা শিরোপায় হাত রাখতে পারবে জিনেদিন জিদানের দল। ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৯০। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৭। শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে আর মাত্র ১ পয়েন্ট চাই রিয়ালের।

গত জানুয়ারিতে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালকে ছিটকে দিয়েছিল সেল্টা। সেই সেল্টার মাঠে শুরুতে আক্রমণ গড়ে ১০ মিনিটেই গোল পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ইসকোর পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করে নেন রোনালদো।

পরে ২৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ আসে লস ব্লাঙ্কোসদের। তবে সেল্টার ডি-বক্সের ডানপ্রান্ত থেকে করিম বেনজেমার ক্রস রোনালদোর পায়ে পৌঁছানোর আগেই কর্নারের বিনিময়ে বাঁচিয়েছেন স্বাগতিক ডিফেন্ডার রনকাগলিয়া।

এর মিনিট দুয়েক পরে সমতায় ফেরার দারুণ সুযোগ হাতছাড়া করেছে সেল্টাও। ড্যানিয়েল ভাসের ফ্রি-কিক বিপদমুক্ত করেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ম্যাচের ৪২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টিবঞ্চিত হয় সেল্টা। রাফায়েল ভারানের হাতে বল লাগলেও রেফারি তা এড়িয়ে যান। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে উল্টো হলুদকার্ড দেখেন ইয়াগো আসপাস।

মধ্যবিরতি থেকে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। ৪৮ মিনিটে আগের গোলের যোগানদাতা ইসকোর পাস থেকে সিআর সেভেনের শট বারে লেগে জালে জড়িয়ে যায়।

ম্যাচের ৬২ মিনিটে আসপাস ডাইভের দায়ে দুই হলুদ কার্ডে মাঠ ছাড়লে দশ জনের দল হয়ে পড়ে স্বাগতিকরা। তবে দেখা গেছে বক্সে ডাইভ দেননি চলতি আসরে ১৮ গোল করা এই স্প্যানিশ ফরোয়ার্ড। পরে সার্জিও রামোসের ফাউলও পেনাল্টির বাঁশি বাজানোর মত ছিল না।

সেল্টার কোচ আগে থেকেই ডাগআউটে নিষিদ্ধ ছিলেন, এদিন ৬৫ মিনিটে তার সহকারীকেও লাল কার্ড দেখান রেফারি। পাল্টা আক্রমণে ওঠা রোনালদো ঠিক আসপাসের মতোই পড়ে গিয়েছিলেন সেল্টার বক্সে, কিন্তু রোনালদোকে হলুদ কার্ড না দেখানোয় ক্ষেপে যান সেল্টার সহকারী কোচ আরনেস্তো মারচুচ্চি। তার জেরেই লাল কার্ড জোটে।

উত্তেজনার এসময় ম্যাচের ৬৭ মিনিটে ভাসের শট ফিরিয়ে দিয়ে রিয়ালকে বাঁচান নাভাস। দশ জনের দল নিয়ে পরেও অবশ্য লড়াইটা চালিয়ে গেছে সেল্টা। ৬৯ মিনিটে ব্যবধান কমান জন গুইদেত্তি।

স্বাগতিকদের গোলের আনন্দ পরের মিনিটেই মিইয়ে গেছে। যখন ৭২ মিনিটে বেনজেমা তৃতীয় গোলটি করেন। মার্সেলোর থেকে বল পেয়ে জোড়াল শটে সেল্টার জালে বল জড়িয়ে দেন ফরাসী ফরোয়ার্ড।

পরে ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার সুযোগ হাতছাড়া করেন রোনালদো। ৮৫ মিনিটে বেনজেমার ব্যর্থতায় আরেকদফা ব্যবধান বাড়েনি। তবে ৮৮ মিনিটে সেল্টার কফিনে শেষ পেরেক ঠুকেছেন টনি ক্রুস। বেনজেমার পাস থেকে বল পেয়ে গোলের খাতায় নাম তোলেন এই জার্মান মিডফিল্ডার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।