বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুটি এখন জাতীয় ঐক্য হয়ে গেছে। রোহিঙ্গা সংকট যতদিন আছে, আওয়ামীলীগ সরকার ততদিন তাদের পাশে থাকবে। আমরা ত্রাণ নিয়ে তামাসা করতে আসি নাই। তামাসা করতে বিএনপি এসেছেন।
আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না। তারা রোহিঙ্গা ইস্যু নিয়ে তামাসা করতে চায়। ঢাকায় এসি রুমে বসে সরকারের সমালোচনা করা ছাড়া আর তো করার নেই।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ,চট্টগ্রাম মহানগর ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।