কক্সবাজার সময় ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।’ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডিবিসি নিউজ, আহসান গ্রুপ ও আইপে এর ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে তিনি এই কথা বলেন।
কক্সবাজার জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ১০ লাখ টাকার চেক, ১৫ টন চাল, পাঁচ টন আলু, দুই টন চিড়া, পাঁচ হাজার বোতল পানি ও নানা ধরনের শিশু খাদ্য দেওয়া হয়। এ সময় আহসান গ্রপের কর্ণধার ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, ডিবিসি নিউজের সিও মঞ্জুরুল ইসলাম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের।
পরে ইকবাল সোবহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কাজ করছে সরকার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।