কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার মিয়ানমারের সেনা প্রধানকে ফোন করেছেন। তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নৃশংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানোনো হয়েছে। খবর রয়টার্স
এক বিবৃতিতে জানানো হয়েছে রাখাইনে সহিংসতা বন্ধ এবং সেখান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সহযোগিতা করতে সেনা প্রধান মিন অং হ্লেইংকে আহ্বান জানিয়েছেন টিলারসন।
গত আগস্টের ২৫ তারিখ রাখাইনের বেশ কয়েকটি চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের সহিংসতা শুরু হওয়ার পর ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই এলাকায় অভিযান শুরুর নামে রোহিঙ্গাদের অত্যাচার, নির্যাতন, ধর্ষণ এবং হত্যা করেছে সেনাবাহিনী। ফলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে রোহিঙ্গারা।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা প্রধানের সঙ্গে ফোনে আলাপকালে রাখাইনে বাস্তুহারা লোকজনের জন্য পাঠানো মানবিক সহায়তা যেন সহজেই পৌঁছাতে পারে তার জন্য আহ্বান জানিয়েছেন টিলারসন। সেখানে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা তদন্তে গণমাধ্যমের প্রবেশ এবং জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের প্রবেশ নিশ্চিতের আহ্বানও জানানো হয়েছে।
সামনের মাসে এশিয়ায় সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই রোহিঙ্গা সংকট সমাধানকে বেশ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমার, ম্যানিলাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সফর করবেন ট্রাম্প।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।