১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

রোহিঙ্গা ক্যাম্পে দূর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা যুবক বেসরকারি সংস্থা কারিতাসে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

নিহত নুরুল আমিন (২৫) উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে শরীফুল বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার মধুরছড়া ৪ এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে নিজের ঘরের সামনে নুরুল আমিন অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল তাকে তুলে নিয়ে চলাচলের রাস্তায় কয়েকটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।

” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। ”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” কারা, কি কারণে নুরুল আমিনকে হত্যা করেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ”

তবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে কোন রোহিঙ্গা দুষ্কৃতিকারি দলের
সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে
জানান শরীফুল।

তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।