বিশেষ প্রতিবেদকঃ উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে অভিযান চালিয়ে ২৫০ সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
সোমবার গভীর রাতে অভিযানে আটককৃতদের উখিয়া কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি বিদ্যমান। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয় বলেও তিনি জানান। পুলিশের কাছে হস্তান্তর করেনি।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আজ মঙ্গলবার থেকে বিকেল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।