মিয়ানমারের ৭ বৌদ্ধ জাতীয়তাবাদী নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। দেশটির ইয়াঙ্গুন শহরে স্থানীয় মুসলমানদের সঙ্গে মারধোরের পর সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই ৭ জনের মধ্যে দুজন বৌদ্ধ ভিক্ষু আছেন। তাদের একজন হলেন উ থু সিত্তা।
বিবিসির খবরে বলা হয়েছে, সহিংসতায় উসকানি দেয়ার অপরাধে মিয়ানমারে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বুধবার সকালে একদল বৌদ্ধ ভিক্ষুর নেতৃত্বে জাতীয়তাবাদীরা ইয়াঙ্গুনের মিঙ্গালার তং নিয়ুন্ত এলাকায় যায়। সেখানে ‘অবৈধ’ রোহিঙ্গা মুসলিমরা অবস্থান করছে বলে তারা দাবি করে। এ ঘটনায় সেখানে মারধোরে একজন আহত হয়। এ ঘটনার পর এই গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়।
সূত্র- মানবকন্ঠ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।