রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২৮ টন ত্রাণ পাঠিয়েছে ইরান সরকার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ত্রাণবাহী কার্গো বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, তাবু, গ্রাউন্ড শিট, ওষুধ ও চিকিৎসা উপকরণ।
বিমানবন্দরে ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর হৌসাং নেমাতুল্লাহ জাবার হাত থেকে ত্রাণ বুঝে নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।
এর আগে ১৫ সেপ্টেম্বর ইরান সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪০ টন ত্রাণ পাঠিয়েছিল।
মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ইরান সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য কার্গো বিমানে করে আরও ২৮ টন ত্রাণ পাঠিয়েছে। এ নিয়ে দেশটি ২টি কার্গো বিমানে করে মোট ৬৮ টন ত্রাণ সামগ্রী পাঠালো। এসব ত্রাণ কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেই রোহিঙ্গাদের মাঝে বণ্টন করা হবে ।
‘ইরান সরকারের প্রতিনিধি প্রত্যেক সপ্তাহে একটি করে ত্রাণবাহী বিমান পাঠানোর কথাও জানিয়েছেন প্রশাসনকে।’ যোগ করেন এডিসি হাবিবুর রহমান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।