কক্সবাজার সময় ডেস্কঃ সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবার ত্রাণ পাঠিয়েছে চীন। চীন সরকারের ৫৭ টন ত্রাণ নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।
এই ৫৭ টনের মধ্যে সবমিলিয়ে ২২০০ পিস ত্রাণসামগ্রী রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য চীন সরকারের পাঠানো ত্রাণসামগ্রী নিয়ে প্রথম ফ্লাইট এসেছে। বৃহস্পতিবার চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরও একটি ফ্লাইট আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।