কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত এক লাখ ৩৩ হাজার ২২৪টি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে।তাদের জন্য সবমিলিয়ে এক লাখ ৫০হাজার অস্থায়ী ঘর নির্মাণ করা হবে।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী ২৫ আগস্টের পর থেকে রোববার (২৯ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ৯ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
এদিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তার অংশ হিসেবে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজার সিভিল সার্জনের নেতৃত্বে ৩৬ টি মেডিকেল টিম ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ৬৬ হাজার ৩৩৪ রোহিঙ্গা স্বাস্থ্যসেবা পেয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।