স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনার উদ্যোগ নেবে জাতিসংঘ।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাতিসংঘের প্রতিনিধিদলকে জানিয়েছে বাংলাদেশে ৫ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। তাদের অবস্থানের কারণে বাংলাদেশের পরিবেশ ও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলের প্রধান জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে বাংলাদেশকে জানাবে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।