২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রোহিঙ্গাদের সর্বস্ব কেড়ে নিয়ে নৌকা ডুবিয়ে দিচ্ছে আওয়ামীলীগ নেতারা-মীর্জা আব্বাস

কক্সবাজার প্রতিনিধিঃ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীজা আব্বাস অভিযোগ করেছেন মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে প্রাণভয়ে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকা ডুবিয়ে দিচ্ছে আওয়ামীলীগের নেতারা। আজ শনিবার রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে সেনারা রোহিঙ্গাদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে গত ৮ বছরে সে ভাবে আওয়ামীলীগ বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে। যার প্রমাণ বিএনপি নেত্রী বেগম জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারে আসার পথে ফেনীতে হামলা চালিয়েছে অরাজকতা সৃষ্টি করেছে। এই ঘটনায় অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে।

মীর্জা আব্বাস আরো বলেন, বিএনপি’র আহবানের প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েন করেছে সরকার। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পে শৃংখলা ফিরে এসেছে। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ সেনাবাহিনীর মোতায়েনের কারণে অনেক রোহিঙ্গার প্রাণে বেচে গেছেন।

রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ আওয়ামীলীগ সরকার লুটপাট করেছে দাবী করে মীর্জা আব্বাস আরো বলেন, ত্রাণ লুটের কারণে আওয়ামীলীগের ৬জন নেতাকর্মী এখন কারাগারে রয়েছে। সরকার এখনো পর্যন্ত ত্রাণ বিতরণে কোন নিয়ম করেনি। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে বিএনপি ত্রাণ বিতরণ করবেন।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপি’র সভাপতি শাহা জাহান চৌধুরী ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউছুপ বদরী সহ বিএনপি’র কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।