নাফ নদীর হ্নীলা পয়েন্ট হতে রোহিঙ্গাবাহী দুইটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। ৩ জানুয়ারি মঙ্গলবার ভোর থেকে ওই দুইটি নৌকা দুইটি ফেরত পাঠানো হয়।
জানা যায়, টেকনাফ সীমান্তের নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে নৌকা যোগে মিয়ানমারের রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, বিজিবি টহল দলের সদস্যদের কড়া পাহারায় এসব নৌকা নাফ নদীর শূন্য রেখা হতে মিয়ানমারের দিকে ফেরত পাঠাতে সক্ষম হয়। প্রতি নৌকাতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু ছিলো।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।