২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

লামায় ১লক্ষ ৭০ হাজার লিটার মদের উপকরন জব্দ-আটক ১

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকা থেকে দেশীয় তৈরি ০১,৭০,০০০ (এক লক্ষ ৭০ হাজার) লিটার বাংলামদের উপকরন ও ১ হাজার লিটার বাংলা মদ জব্দ করার পর তা ধংস করা হয়েছে । ২৯ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজাতি হেডম্যান পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭ এর নিয়ন্ত্রণাধীন কক্সবাজারস্থ ক্যাম্প লেফটেনেন্ট আশিকুর রহমান।
র‌্যাবের কক্সবাজারস্থ ক্যাম্পের মেজর আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকাল ৮টা থেকে একটানা দুপুর ১টা পর্যন্ত বাংলামদ তৈরির অন্যতম স্থান আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ায় অন্তত অর্ধ শতাধিক বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এসব বাড়ি ও মাটি গর্ত করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জব্দ করা বাংলামদ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উপস্থিতিতে ধংস করা হয়।
ক্যাম্পের লেঃ আশিকুর রহমান আরো জানান, দীর্ঘদিন ধরে উপজাতি পাড়ার এসব বাড়িতে তৈরিকৃত বাংলামদ পার্শ্ববর্তী চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের লোহাগাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল। গোপনে এই সংবাদ পেয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে এই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের জন্য সকাল থেকেই র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য উপজাতি পাড়া ঘিরে ফেলে। প্রত্যেক বাড়ির সামনে ও সড়কে র‌্যাবের টহল জোরদার করার পর একে একে এসব বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এসব বাড়ির কর্তারা পালিয়ে যাওয়ার সময় উথোয়াই উখর মার্মা নামক একজনকে আটক আটক করে র‌্যাব। তবে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।