২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লিংকরোডে নিখোঁজের পাঁচ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার


কক্সবাজার শহরতলীর লিংকরোড জানারঘোনা থেকে পাঁচ দিন আগে নিখোঁজ ওসমান গনি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ২ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের দক্ষিপাশের জানারঘোনা পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। নিহত ওসমান গণি দক্ষিণ জানারঘোনা এলাকার নুর মোহাম্মদের পুত্র।
নিহতের পিতা নুর মোহাম্মদ জানান, গত সোমবার জানারঘোনা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন তাঁর ছেলে ওসমান গণি। পরে অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পায়নি। শনিবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ পাশে জানারঘোনা পাহাড়ি এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কয়েকদিন আগের মনে হচ্ছে। নিহতের কানের নিচে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা জানা যায়নি। এ ব্যাপারে অত্যধিক অনুসন্ধান চলছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।