২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লোহাগাড়ায় ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প (পিএল কোর্স)-১৬ অনুষ্ঠিত


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ স্কাউটস্ কর্তৃক আয়োজিত ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প (পিএল কোর্স)-১৬ গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলায় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ নুুরুল আবছার। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জাহান পিপিএম (বার)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পদুয়ার কৃতি সন্তান মাষ্টার সমশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস্ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক মাষ্টার আজম খাঁন। উদ্বোধক ছিলেন আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, তরুণ শিল্পপতি, মরহুম আশরাফ আলী চৌধুরী দৌহিত্র মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরী। এম.এইচ.নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ আলী ছিদ্দিকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, হাজ্বী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) প্যানেলের লোহাগাড়া শাখার নব-নির্বাচিত সভাপতি মাষ্টার বাবু সুনীল কুমার চৌধুরী, আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার অলি উল্লাহ্ চৌধুরী, সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক, লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম.সোলাইমান কাশেমী। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক অধ্যাপক মো: ইলিয়াছ, সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজির হোসাইন, আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম অভিভাবক সদস্য ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোহাম্মদ কালাম উদ্দিন, অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক আহমদ সওদাগর, আছাদুল ইসলাম, ছরওয়ার আক্তার, কবি সোলাইমান, শিক্ষিকা স্বপ্না দেবী, মাষ্টার সরওয়ার প্রকাশ খোকন, মাষ্টার আব্দুল হোসেন, পল্লী বিদ্যুৎ লোহাগাড়ার এন পোর্সম্যান্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্রকারীরা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানী দিয়ে দেশের মানুষের শান্তি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র জঙ্গীর কার্যক্রম, সাম্প্রদায়িক উস্কানীর কাজে লিপ্ত। কিন্তু এদেশ সকল ধর্মের মানুষের দেশ। ৪৫বছর আগে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদারদের কাছ থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিজয় করে নিয়ে এসেছেন। আজকের ওই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সকল শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগিয়ে তুলতে হবে বলেও বক্তারা জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।