২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শফিক আহমদ’র ইন্তেকাল : নামাযে জানাযা শেষে দাফন সম্পন


লোহাগাডা উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন মুফাস্সিরে কোরআন আলহাজ্ব মাওলানা শফিক আহমদ গতকাল ১২ জানুয়ারী ভোর রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামস্হ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দক্ষিণ হরিণা সাতগড় এলাকার মৃত ছিদ্দিক আহমদ (রাহঃ) পুত্র। একইদিন বাদে আছর মরহুমের প্রথম পুত্র মাওলানা জাফর ছাদেক মোঃ ইকবাল এর ইমামতিতে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ সীতাকুন্ড, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়াসহ কক্সবাজার এলাকার হাজার হাজার মুসল্লিগণ জানাযায় অংশগ্রহণ করে মরহুমের রুহের আত্নার মাফফিরাত কামনা করেন। জানাযায় উপস্থিত থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, মাওলানা কাজী মাওলানা নাছির উদ্দিন , উপজেলা আ.লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, স্হানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, হক হজ্ব কাফেলার স্বত্তাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু, আধুনগর ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী আবু নাছের চৌধুরী, পুটিবিলার ইউপির চেয়ারম্যান হাজী ইউনুছ প্রমুখ। এসময় জানাযায় অংশগ্রহণকারী লাখো মানুষ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জ্ঞাপন করেন। জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। আলহাজ্ব মাওলানা শফিক আহমদ মৃত্যুতে লোহাগাড়া উপজেলার সর্বত্রে শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় আলহাজ্ব মাওলানা শফিক আহমদ ছাহেব দক্ষিণ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ায়েজ পরিবেশন করতেন। এছাড়াও তিনি চুনতির ১৯দিন ব্যাপী সীরত মাহফিলের অন্যতম উদ্যেক্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।