রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান বিজয় দিবস ১৭ উপলক্ষে মুক্তিযোদ্ধের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে এ পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো: জহির উদ্দিন জহির, যুগ্ন আহ্বায়ক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান মো: ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ.এম গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আজম শহিদ, আমিনুল হক মামুন, মো: রফিক আহমদ, মো: এরশাদ হোসাইন, মো: নাজিম উদ্দিন, মো: জসিম উদ্দিন, যুবলীগ নেতা ও কলাউজান ইউপি সদস্য মো: সালাহ্ উদ্দিন সিকদার, মো: জাফর আলম, মো: সরওয়ার কামাল, মো: খাজত আলম, মো: হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, বড়হাতিয়া ইউনিয়ন যুবলীগ নেতা বাপ্পী, রবিউল, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রহিম, মিজান, লোহাগাড়া সদর ইউনিয়ন যুবলীগ নেতা মো: আলী, মো: মোস্তফিজুর রহমান, ফরিদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড যুবলীগের নেতাকর্মীরা। বক্তারা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তাই আমাদের সকল সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কর্মকান্ড চলতে দেওয়া হবে না বলেও বক্তারা জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।