৬ এপ্রিল, ২০২৫ | ২৩ চৈত্র, ১৪৩১ | ৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় ১মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক পাচারকারীর নাম মোহাম্মদ শাহজাহান(২২)। সে কক্সবাজার পৌরসভা পশ্চিম পহারছড়া এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে বিকেল ৪টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্ব একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাসি চালিয়ে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনা পরিস্হিতিতে থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন আমাদের থানা পুলিশের টিম চুনতির চেকপোস্টে প্রাইভেট কার, সিএনজি ও মোটর সাইকেল যোগে ইয়াবা পাচার কালে হাজার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও অনেক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন,করোনায় এ পরিস্হিতিতেও আজ বিকেলে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল ২হাজার পিচ ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছি।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।