রায়হান সিকদার,(লোহাগাড়া): মাদক, ইয়বার বড় বড় চালান উদ্ধার, অস্ত্রসহ সন্ত্রাস, ডাকাতদের আটক করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৭সালের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। ৪ ফেব্রুয়ারী দুপুর ১২টায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার নুর-ই-আলম মিনা পিপিএম বিপিএম এর হাত থেকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। এসময় মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূইয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) ২০১৭সালের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।