১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ঈদ পূণর্মিলন অনুষ্টান সম্পন্ন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ এসো স্মৃতি প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে“ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৪আগষ্ট সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম বারের মত ঈদ পূণর্মিলন অনুষ্টান বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, এ রহমান মার্কেটের স্বত্বাধিকারী রাজনীতিবিদ আলহাজ্ব মুহাম্মদ রশিদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মুহাম্মদ মহি উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুরুল কবির,বিদ্যালয়ের সোহান ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুহাম্মদ কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরওয়ার কামাল প্রকাশ খোকন মাস্টার,পানি উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা(পরিবেশ ও বন) মোঃ শাফাত হোসেন সোহেল।এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট আইনজীবি এডভোকেট সাদ্দাম হোসাইন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন রাসেলসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্টান শেষে সভার সম্মতিক্রমে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলহাজ্ব নুরুচ্ছাফাকে সভাপতি এবং ডাঃ মুহাম্মদ মহি উদ্দিনকে সাধারণ সম্পাদক করে প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়াও ঈদ পুণর্মিলন অনুষ্টান শুরুর পুর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে একইদিন সকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুল র্্যালী অনুষ্টিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।