লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বানোয়ার পাড়া এলাকায় গাছ থেকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত বৃদ্ধার নাম মো: হারুন (৬২)। সে ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র। ১০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় এঘটনাটি ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, হারুন ঐ এলাকার ইলিয়াছ মেম্বারের বাড়িতে গাছের ডাল কাটার উপর থেকে ছিটকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বৃদ্ধ মো: হারুন গাছ থেকে পড়ে যাওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এস.আই লিটন চন্দ্র সিংহ ও এএসআই ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল শেষে পারিবারিক কবরস্থানে একই দিন সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।