পুলিশই জনতা,জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ২১জুলাই বিকেল ৪টায় পুটিবিলা ইউনিয়নের এমচরহাটস্হ বাজার প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্কলা মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার), পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ বেলায়েত হোসেন,পুটিবিলা ইউপির জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস,লোহাগাড়া মেটারনেটি ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুষ্কার প্রাপ্ত সফল মৎস্য চাষী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক।পুটিবিলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ মনজুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক মাষ্টার আবদুস সালাম।
পুটিবিলা ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবি এডভোকেট মোজাফ্ফর আহমদ,পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কাজল বড়ুয়া,
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী (সরওয়ার), এসআই লিটন চন্দ্র সিংহ,এসআই আবদুল আউয়াল,এসআই প্রভাত কর্মকার,এসআই মাহবুব আলম,এএসআই জহিরুল ইসলাম,মোরশেদ আলম,ইউপি সদস্য গিয়াস উদ্দিন,আবদুর রশিদ,এমচরহাট বাজার ব্যবসায়ী নুর হোসাইন সওদাগর,ব্যবসায়ী
ইদ্রিস সওদাগর, শেখ মোহাম্মদ নুর হোছাইন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বলেন,বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু,জনগণের সেবক।জনগণের কল্যাণ ও মঙ্গলের সবসময় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।যেকোন সময় এলাকার সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।তিনি আরো বলেন,
মাদক,সন্ত্রাস,যৌতুক, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী।এসব প্রতিরোধে সকলকে সতেচন হওয়ারও আহবান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।