চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের টেকার দোকান এলাকা হতে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ৮শ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ হেলাল উদ্দিন(৩২)। সে উল্লেখিত ইউনিয়নের চাকফিরানী এলাকার মোহাম্মদ ইলিয়াছের পুত্র। সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ নুরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে ২৭ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টায় উল্লেখিত এলাকা হতে তার শরীরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮শ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক বিক্রেতা হেলালকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। থানার এসআই নুরুল ইসলাম জানান,পুর্বেও লোহাগাড়া থানার আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন মামলা রয়েছে। ( মামলা ২৩৩/২০০৯)। উল্লেখিত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।