২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লোহাগাড়ার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন আইয়ুব মিয়া

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আইয়ুব মিয়া। গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিও মুসলেম উদ্দিন। আধুনগর ইউপির বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখায় আলহাজ্ব আইয়ুব মিয়াকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আলহাজ্ব আইয়ুব মিয়া বিগত ১৯৯৬সালে প্রথম বারের মত বিপুল ভোটে আধুনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তীতে ২০০৫সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটে পুনরায় তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, ও বিভিন্ন উন্নয়ম মূলক কর্মকান্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি এলাকার মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। এব্যাপারে আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব মিয়া উক্ত প্রতিবেদককে বলেছেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আধুনগরসহ পুরো লোহাগাড়াবাসীর।

তিনি আরো বলেন, এলাকার মানুষের কল্যাণে, মঙ্গলে ও উন্নয়নের জন্য নিজেকে সব সময় নিয়োজিত রাখার চেষ্টা করেছি। মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই যতদিন বেঁচে থাকব ততদিন আধুনগরবাসীর মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখব বলে তিনি উক্ত প্রতিবেদককে বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।