১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় আলোচিত ইউপি সদস্য বাইট্ট্যা কাশেম চুরির মামলায় কারাগারে

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার সোহান ট্রেডার্সের মালামাল চুরির ঘটনায় কুতুব উদ্দিনের দায়েরকৃত মামলায় পালাতক আসামী লোহাগাড়া সদর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম মেম্বার প্রকাশ বাইট্টা কাশেমকে আজ বুধবার বিজ্ঞ জেলা ও দায়রা আদালত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। আবুল কাশেম লোহাগাড়া সদরের জোনাবীর পাড়া এলাকার এনু মিয়ার পুত্র।

মেসার্স সোহান ট্রেডার্সের মালিক কুতব উদ্দিন জানান, তার দোকানে চুরির ঘটনায় লোহাগাড়া থানায় গত ১২ অক্টোবর দান্ডবিধি ৪৫৭/৩৮০/৪১১/১০৯ ধারায় ৩ (তিন) জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ১০(১০)১৮। মামলাটি দায়ের হওয়ার পর মামলার ৩ নং আসামি আবুল কাসেম প্রকাশ: বাইট্ট্যা কাসেম বিগত গত ১২ নভেম্বের মহামান্য হাইকোর্ট হতে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন এবং উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ১৭ জানুয়ারি আবুল কাসেম চট্টগ্রাম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেনন। বিজ্ঞ আদালত বাইট্ট্যা হাশেমকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন। মামলার বাদী মোহাম্মদ কুতুব উদ্দিন উক্ত জামিনের আদেশে সংক্ষুব্ধ হয়ে গত ১৪ ফেব্রুয়ারি আসামির জামিনের আদেশ বাতিল চেয়ে মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী কর্যবিধি আইনের ৪৯৭(৫) ধারা মতে মিছ মামলা দায়ের করেন। ফৌজদারি মিছ মামলা নং ১০২৮/২০১৯ ইংরেজি। মিছ মামলাটি ১৯ জুন শুনানির জন্য দিন ধার্য্য থাকায় বিজ্ঞ জেলা ও দায়রা আদালত মামলার উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করেন এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামি আবুল কাসেম এর নিম্ন আদালত কতৃক প্রদত্ত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদী পক্ষে মামলাটি শুনানি করেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মামলার বাদী কুতুব উদ্দিনের ছোট ভাই এডভোকেট মোহাম্মদ এহছানুল হক, এডভোকেট আরমান হাবিব ও এডভোকেট আবু মনসুর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।