রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় নয়া পাড়া মনছুরা বিল এলাকায় পূর্ব শত্র“তার জেরধরে এক যুবকের উপর প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। আহত যুবকের নাম মোহাম্মদ সেলিম (২৫)। সে ওই এলাকার আবুল হোসেনের পুত্র। এব্যাপারে আহত মোহাম্মদ সেলিম উদ্দিন বাদী হয়ে ঐ এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র মনঞ্জুর আলম (৪০), মোহাম্মদ ইউসুফ (৩৬), একই এলাকার মো: মিজানুর রহমান (২৪), মোহাম্মদ আব্দুর রশিদ (৪৬), মোহাম্মদ আলী (৩২), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), মোহাম্মদ ফারুক (২৫), মোহাম্মদ খাইয়ের আহমদ (৪৮), বজল কবির (৩২), আলতাফ (৩২), মোহাম্মদ দেলোয়ার (২৮), মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩), রেহেনা আক্তার (২৪), ছেনুয়ারা (৩৫), জাহেদ (২৩) সহ মোট ২৪জনকে আসামী করে চট্টগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ এ একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেন। যাহার সিআর মামলা নং-২৯৭/১৭। অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত বিবাদীরা এলাকার দুষ্ট ও খারাপ প্রকৃতির লোক বলে পরিচিত। গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টায় যুবক সেলিম উদ্দিন আমিরাবাদ হতে বাড়ী যাওয়ার পথে পূর্ব শত্র“তার জের ধরে অতর্কিত ভাবে উল্লেখিত বিবাদীগণ তাকে ধারালো দা ও কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে তার ডান হাতের হাড়সহ কাটিয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করেন বলে অভিযোগে উল্লেখ। অভিযোগে আরো প্রকাশ, চমেক হাসপাতালে গত ৩০জুলাই হতে ১৬ আগষ্ট পর্যন্ত মোহাম্মদ সেলিম চিকিৎসাধীন ছিল। গত ৩১ আগষ্ট আহত সেলিমের চট্টগ্রাম কসমোপলিটন হাসপাতালে দুটি অপারেশন হয়। এব্যাপারে গুরুত্বর আহত মো: সেলিম উদ্দিন উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, মোহাম্মদ মনঞ্জুর আলম ও মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ মিজানসহ ২৫/৩০জনের সন্ত্রাসী দলবল নিয়ে আমিরাবাদ হতে আমি বাড়ি যাওয়ার পথে আমার পথ গতিরোধ করে অতর্কিত ভাবে আমার উপর চড়াও হয়ে দা ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম হলে শরীরের অনেক অংশ ভেঙ্গে যায়। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের জোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত মো: মনঞ্জুর আলম উক্ত প্রতিনিধিকে জানান, আমি সেলিমকে কোন ধরনের মারধর করি নাই। সেলিম ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেছেন। তাকে এঘটনার সাথে অহেতুক মিথ্যা ভাবে জড়ানো হয়েছে বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।