রায়হান সিকদার,লোহাগাড়াঃ কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা ,স্থানীয় জনগণের দোর গোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা ১১মার্চ (সোমবার) সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প দেশের ১০৮০ টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে কাজ করছে। উক্ত প্রকল্প সাতকানিয়া উপজেলায় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় ১২ টি ইউনিয়ন বাস্তবায়ন হচ্ছে। গ্রাম আদালত প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তব্যে রাখেন লোহাগাড়া বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঁঞা,লোহাগাড়া উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আবদুল হাকিম,আধুনগর ইউপির গ্রাম আদালত সহকারী মুহাম্মদ আলমগীর হোসাইন। কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ বলেন, গ্রাম আদালত আইন অনুসারে নারী ও শিশুর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় নারী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে যেহেতু আইনে বলা হয়েছে সেহেতু উক্ত মামলায় অবশ্যই নারী প্রতিনিধি মনোনয়ন করা বাধ্যতামূলক। অন্যথায় আদালত পরিচালনা ত্রুটিপূর্ণ হবে। উক্ত বিষয়ে নারী প্রতিনিধিদের এবং চেয়ারম্যানদের সচেতন হতে হবে। উক্ত কর্মশালায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের ১৮জ জন মহিলা ইউ.পি সদস্য অংশ গ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।