২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালিত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১৮মার্চ সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালিত হয়েছে।
আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্তকতা ও করণীয় বিষয় নিয়ে বিভিন্ন স্কুলের অংশগ্রহণ কারি ছাত্র-ছাত্রী উপস্থিত সকলের সাথে আলোচনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলাম।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নাজিম উদ্দিন রাসেল, সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ইদ্রিস,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার সুজিত পাল,সহকারী প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ হাসান, সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন,
দুর্যোগ ব্যবস্হাপনাকে আমরা তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য আজকে এই মহড়ার আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলাম বলেন,
বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্হাপনায় বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।এলাকার জনগন কিভাবে বিভিন্ন ধরণের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়,সেজন্য জনগনকে সচেতন করার লক্ষ্যে সুন্দর একটা মহড়ার আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।