১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১   ●  ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার সঙ্গে কমেছে যানজট; তিনদিনে অনলাইন সেবা পেল পর্যটকবাহী ৯০ বাস    ●  কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   ●  কক্সবাজারে ৩ দিনে পুলিশের অনলাইন সেবা নিলো ৯০ ট্যুরিস্ট বাস   ●  কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এল মরা পরপইস

লোহাগাড়ায় দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

Rayhan Sikder-2
সন্তানের জন্য অত্যান্ত নিরাপদ স্থান হচ্ছে মা । আর সেই মায়ের হাতেই নির্মম ভাবে খুন হয়েছেন দুই অবুঝ শিশু। এতেই শেষ নয় দুই অবুঝ শিশুকে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ব্যার্থ হয়েছেন ঘাতক ‘মা’ রেহেনা আক্তার (৩০)। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী গ্রামে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো মরিয়ম সুলতানা (৭) ও মো. ইয়াসিন (২)। পুলিশ জানায়, রেহেনার স্বামী মোহাম্মদ হুমায়ুন রিক্সা চালক ও স্থানীয় বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বুধবার ভোরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে ঘরে ফিরলে গলা কটা অবস্থায় দুই সন্থানের লাশ ও স্ত্রী রেহেনাকে মুর্মুর্ষ অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে জানালে লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং গুরুতর আহত রেহেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হনপিটালে প্রেরণ করে। বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. জুনায়েদ বলেন, ভোর চারটার দিকে রেহানার স্বামী হুমায়ুন নৈশ প্রহরীর ডিউটি শেষে ঘরে ফিরে এ অবস্থা দেখে এলাকার মানুষকে খবর দেয়।  এলাকার লোকজন গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর নিয়ে জেনেছি রেহানা মানসিকভাবে ভারসাম্যহীন। এ কারণে সে শিশু দুটিকে হত্যা করে নিজেরও আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে স্থানীয়দের  ধারনা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাজাহান পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে। গুরুতর আহতাস্থায় মা রেহেনাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় এ লাকায় শোকের ছায়া নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।