লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় রোববার ভোর রাতে প্রফেসর ইব্রাহীম খলিলের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইব্রাহীমের চাচা কালা মিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্থ ইব্রাহীম খলিল জানান, ঘটনার দিন রাতে তিনি পরিবার নিয়ে আত¦ীয়ের বাড়িতে বেড়াতে যান। পরেরদিন সকালে বাড়িতে এসে দেখেন চোরেরদল ঘরের দরজার তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণলংকার এবং মূল্যবান কাপড়-ছোপড় নিয়ে যায়। এ ঘটনায় তিনি দশ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার মাঈনুদ্দিন জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়ে এসআই পার্থ সারথী ঘটনাস্থল পরিদশর্ন করেন। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।